মানুষের মধ্যে বাস যে দেবী’র

 

দেবী, যে কল্পলোকের অপ্সরী নয়।
সে দেবী, অনাহুতের রক্ষাকারী। যে চোখে চোখে রাখে বিপদে পড়া মানুষকে। চরম বিপদের মুহূর্তে তার হাতটি বাড়িয়ে দেয়। সে দেবী, যে মূর্তির মূর্ত অবস্থা থেকে বের হয়ে আসে তার প্রার্থনাকারীকে আগলে রাখতে।

এমনই এক দেবীর সাথে পরিচয় ঘটবে এই উপন্যাসটিতে। যেখানে দেবী বলতেই আমাদের মনের আঙ্গিনাতে একটা মূর্তির রূপ চলে আসে সেখানে দেবীকে দেখা যাবে মানুষের ভেতরে, মানুষের জন্যে।

মিসির আলি সাহেব চেষ্টা করেছেন এই দেবীকে আবৃত করে রাখা রহস্যের কুয়াশাকে ভেদ করে তার যুক্তি উপস্থাপন করতে। হয়তো Continue reading “মানুষের মধ্যে বাস যে দেবী’র”